Life science important question answers |
জীবন বিজ্ঞান(Life Science) প্রশ্ন/উত্তর পর্ব - 01:-
Life science জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ চ্যাপ্টার এর ভিত্তিতেই আজকের এই গুরুত্বপূর্ণ question এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এরকম latest life সাইন্স question এবং answers পেতে, অবশ্যই follow করুন আমাদের এই website।
প্রশ্ন:- 01) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উ:- বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবন।
প্রশ্ন:- 02) বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত?
উ:- 77.17% ।
প্রশ্ন:- 03) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উ:- Bacillus Mycoides, Bacillus Ramosus.
প্রশ্ন:- 04) SPM - এর সম্পূর্ণ নাম কী?
উ:- সাসপেন্ডেড পারটিকিউলেট ম্যাটার (Suspended Particulate Matter)।
প্রশ্ন:- 05) বায়ুদূষণের ফলে কী কী রোগ হতে পারে?
উ:- হাঁপানি, এমফাইসেমা, ব্রংকাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি প্রভৃতি।
প্রশ্ন:- 06) ‘‘প্রকৃতির বৃক্ক’ — কাকে বলা হয়?
উ:- জলাভূমিকে।
প্রশ্ন:- 07) ‘ক্যানসার’ — কী ধরনের শব্দ?
উ:- ল্যাটিন শব্দ।
প্রশ্ন :- 08) কার্সিনোজেন কাকে বলে?
উ:- যে পদার্থ থেকে ক্যানসার সৃষ্টি হয়, তাকে ‘কার্সিনোজেন’ বলে।
প্রশ্ন:- 09) কে, কবে – সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন?
উ:- বিজ্ঞানী নর্স ও ম্যাকমানুস , 1980 খ্রিস্টাব্দে।
প্রশ্ন:- 10) ধুতুরা গাছের পাতায় ও ফলে কী পাওয়া যায়?
উ:- ডাটুরিন।