জীবন বিজ্ঞান প্ৰশ্ন/উত্তর পর্ব - 02 |
জীবন বিজ্ঞান প্ৰশ্ন/উত্তর পর্ব - 02:-
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা, জীবন বিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করতে চলেছি, যেই প্ৰশ্ন উত্তর গুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসতে পারে। এরকম প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর current affairs, মক টেস্ট, কুইজ, প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের website টিকে ফললো করুন।
গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর:-
1➤ ল্যাকেসিস কী থেকে উৎপন্ন হয় ?
=> সাপের বিষ থেকে
2➤ কে ‘Hotspot’- এর ধারণা উদ্ভাবন করেন ?
=> বিজ্ঞানী Norman Myers
3➤ ভারতবর্ষে ক'টি হটস্পট রয়েছে? সেগুলির নাম লেখ
=> 4 টি হটস্পট রয়েছে।
i) পূর্ব হিমালয়, ii) ইন্দো- বার্মা, iii) পশ্চিমঘাট শ্রীলঙ্কা, iv) সুদা ল্যান্ড।
i) পূর্ব হিমালয়, ii) ইন্দো- বার্মা, iii) পশ্চিমঘাট শ্রীলঙ্কা, iv) সুদা ল্যান্ড।
4➤ কাকে, কেন – পৃথিবী গ্ৰহের ফুসফুস বলা হয় ?
=> আমাজন রেন ফরেস্ট, তার বিশালত্বের জন্য।
5➤ 1985 খ্রিস্টাব্দে সুন্দরবনে বাঘের সংখ্যা কত ছিল ?
=> 284 টি
6➤ ‘WWF’- এর পুরো নাম কী ?
=> World Wildlife Fund
7➤ পশ্চিমবঙ্গের ‘জলদাপাড়া’ এবং ‘গোরুমারা’ কেন বিখ্যাত ছিল ?
=> গন্ডার প্রকল্পের জন্য।
8➤ সিংহকে কেন ‘পশুরাজ’ বলে আখ্যা দেওয়া হয়?
=> কেশরের সৌন্দর্যের জন্য।
9➤ রেড পান্ডার রোম যুক্ত চামড়া দিয়ে কী কী তৈরি করা হয়?
=> সুন্দর শৌখিন টুপি, ব্যাগ, পোশাক ইত্যাদি।
10➤ ‘10 Million’ বছর আগে ইউরেশিয়ায় কাদের বাসস্থান ছিল ?
=> প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রেড পান্ডাদের।