ইতিহাসের ধারণা প্রশ্ন/উত্তর পর্ব-01 || Class 10 History Chapter-01 (Q&A)

ইতিহাসের ধারণা প্রশ্ন/উত্তর পর্ব-01 || Class 10 History Chapter-01 (Q&A)
History Question and Answer

ইতিহাসের ধারণা প্রশ্ন/উত্তর পর্ব-01 || Class 10 History Chapter-01:-

সবাইকে আমাদের এই website এ স্বাগত। আজ আমরা class 10 এর ইতিহাস (History) বিষয়ের ইতিহাসের ধারনা Chapter এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পাশাপাশি প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করতে চলেছি। এরকমই প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রতিদিন Mock-test, কুইজ, current affairs, এবং চাকরির খবরাখবর, ইত্যাদি খবরাখবর এর জন্য অবশ্যই follow করুন আমাদের এই website কে।

 


ইতিহাসের ধারণা (History) Important প্রশ্ন ও উত্তর:-


প্রশ্নঃ-01 মার্কসবাদী ইতিহাস চর্চাকে কারা এগিয়ে নিয়ে যান ?
উঃ- মার্কসবাদী ইতিহাস চর্চাকে টনি, হবসবম, ক্রিস্টোফার হিল, ই পি টমসন প্রমুখ।


প্রশ্নঃ-02) কোথায় কাদের নেতৃত্বে "অ্যানাল স্কুল" "টোটাল হিস্ট্রি" চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে ?
উঃ- ফ্রান্সে, মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রেদল, লাদুরির নেতৃত্বে অ্যানাল স্কুল" "টোটাল হিস্ট্রি" চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।


প্রশ্নঃ-03) দুজন মার্কিন ইতিহাসবিদের নাম লেখা ?
উঃ- ইউজিন জেনোভিস, হারবার্ট গুটম‍্যান।


প্রশ্নঃ-04) কে, কবে, কোন গ্রন্থে ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন ?
উঃ- রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে "On Some Aspects of the Historiography of Colonial India" গ্রন্থে ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন।


প্রশ্নঃ-05) "নতুন সামাজিক ইতিহাস" -কাকে বলে ?
উঃ- বর্তমান কালে সমাজের সবস্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে "নতুন সামাজিক ইতিহাস" বলা হয়।


প্রশ্নঃ-06 ইংল্যান্ডে কবে প্রথম ক্রিকেট খেলার সুচনা হয় ?
উঃ- 1709 খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ-07) "সোম প্রকাশ" পত্রিকা কেনো প্রায় এক বছর বন্ধ ছিল ?
উঃ- লর্ড লিটনের "দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন" এর কোপে পড়ে।


প্রশ্নঃ-08) বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকার নাম লেখো?
উঃ- "সোমপ্রকাশ" পত্রিকা।


প্রশ্নঃ-09) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি ?
উঃ- "জীবনস্মৃতি"


প্রশ্নঃ-10) "সরলাদেবী চৌধুরানীর" আত্মজীবনীর নাম লেখো ?
উঃ- "জীবনের ঝরাপাতা"



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.