Railway Group-D গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part - 02

Railway Group-D গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part - 02
Railway important question answer



Railway গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:- 

নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ওয়েবসাইট Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতিতে। আজ আমরা railway group-D পরীক্ষার জন্য উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। যেমন ধরুন কিছু বীগত বছরের প্রশ্ন ও উত্তর, পাশা পাশি কিছু suggestion এর প্রশ্ন ও উত্তর অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

আমাদের এই ওয়েবসাইটে আপনারা নিয়মিত GK, কারেন্ট affairs, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, বিষয় ভিত্তিক Mock Test, কুইজ এবং অনন্যা educational বিষয়ক তথ্য পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক।


গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 02:-


1. "সাচী স্তূপ" নির্মিত হয় কার শাসনকালে ?
(a) হর্ষবর্ধন
(b) কনিষ্ক
(c) অশোক
(d) সমুদ্রগুপ্ত

সঠিক উত্তরঃ (a) হর্ষবর্ধন


2. বল্লভভাই প‍্যাটেলকে "সর্দার" আখ্যা কে দেন ?
(a) মহাত্মা গান্ধী
(b) জওহরলাল নেহরু
(c) সরোজিনী নাইডু 
(d) মৌলানা আজাদ

সঠিক উত্তরঃ (d) মৌলানা আজাদ


3. "কুরু" মহাজনপদের রাজধানী কোনটি ?
(a) বিদেহ
(b) মিথিলা
(c) মথুরা
(d) ইন্দ্রপ্রস্থ

সঠিক উত্তরঃ (a) বিদেহ


4. পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা কে করেন ?
(a) অশোক
(b) উদয়ন
(c) মহাপদ্দনন্দ
(d) বিম্বিসার

সঠিক উত্তরঃ (a) অশোক


5. "সন্ত কবির" এর গুরু কে ?
(a) রামানন্দ
(b) রামানুজ
(c) চৈতন্য
(d) শঙ্করাচার্য

সঠিক উত্তরঃ (a) রামানন্দ




6. কবে কোথায় "গদর পার্টি" প্রতিষ্ঠিত হয় ?
(a) ইংল্যান্ড, 1920
(b) আমেরিকা, 1913
(c) স্কটল্যান্ড, 1922
(d) ডেনমার্ক, 1924

সঠিক উত্তরঃ (b) আমেরিকা, 1913


7. "মুদ্রারাক্ষস" গ্রন্থটি কার রচনা করা ?
(a) কলহন
(b) কালিদাস
(c) বিশাখদত্ত 
(d) কৌটিল‍্য

সঠিক উত্তরঃ (c) বিশাখদত্ত


8. "লোকনায়ক" হিসেবে কে পরিচিত ?
(a) মোহাত্মা গান্ধী
(b) জয়প্রকাশ নারায়ণ
(c) জওহরলাল নেহেরু
(d) বল্লভভাই প্যাটেল

সঠিক উত্তরঃ (b) জয়প্রকাশ নারায়ণ


9. দিল্লিতে "অশোক স্তম্ভ" কে এনেছিলেন ?
(a) মহম্মদ বিন তুঘলক
(b) মহম্মদ কাশিম
(c) কুতুবউদ্দিন আইবক
(d) ফিরোজ শাহ তুঘলক

সঠিক উত্তরঃ (d) ফিরোজ শাহ তুঘলক


10. এর মধ্যে কোনটি "নায়ানার" এর সঙ্গে সম্পর্কিত ?
(a) শৈব ধর্ম
(b) জৈন ধর্ম
(c) বৈষ্নব ধর্ম
(d) কোনোটি নয়

সঠিক উত্তরঃ (a) শৈব ধর্ম




আমাদের Telegram চ্যানেলে যুক্ত হন 
আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.