Current Affairs 18th June || কারেন্ট অ্যাফেয়ার্স - 18th জুন, 2021 |
সবাইকে স্বাগত আজকের আমাদের এই কারেন্ট Affairs এর পর্বে। এরকম নিয়মিত Current Affairs, Mock test, কুইজ, Study Material, চাকরির খবরাখবর পেতে আমাদের website টিকে অবশ্যই follow করুন। আজকে আমরা current affairs 18th june, 2021 নিয়ে আলোচনা করতে চলেছি।
1. DBS Bank - FWBB বা Forbes World Best Bank তরফ থেকে প্রকাশ করা 2021 Bank তালিকায় প্রথম স্থানে রয়েছে।
2. FWBB থেকে প্রকাশিত list অনুযায়ী দ্বিতীয় position এ আছে - কেরালার CSB Bank || এবং তৃতীয় স্থানে রয়েছে ICICI Bank ৷
3. FWBB দ্বারা প্রকাশ করা ব্যাঙ্কের list এ প্রথম স্থানের bank অর্থাৎ DBS bank এর MD - সোম সেরুইট || CEO - পীযুষ গুপ্তা || সিঙ্গাপুরে সদরদপ্তর অবস্থিত।
4. Quasquireli Symonds World ইউনিভার্সিটি এর 2022 list অনুযায়ী ভারতের - IIT Bombay প্রথম স্থান অর্জন করেছে।
5. QS World ইউনিভার্সিটি ranking অনুযায়ী দিতীয় স্থানে রয়েছে - IIT Delhi || তৃতীয় স্থানে রয়েছে - IISC ব্যাঙ্গালুরু ৷
6. কোন ব্যাংক করোনা রোগীদের সাহায্য এর জন্য " Kavach Personal Loan" চালু করেছে ?
উঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) বা SBI
7. সারা বিশ্ব জুড়ে শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় - 12ই জুন বা 12th June
8. অনুপ পুরোহিত - Wipro কোম্পানির CIO হিসাবে নিযুক্ত হয়েছেন।
9. United Kingdom এ G-7 সামিট ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয়েছিল।
10. UNSDG এর দ্বারা প্রকাশিত 17th রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান 117 তম।