Current Affairs পর্ব - 02:-
আজকের বিষয় Current Affairs দ্বিতীয় পর্ব অর্থাৎ 31মে, 2021 এর ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের এই পর্বে আলোচনায় যে বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে, বা যে বিষয় গুলো সম্পর্কে জানতে চলেছি, সেগুলো হলো।
Current Affairs - 31may, 2021 |
No. | গুরুত্বপূর্ণ তথ্য | কে/ কারা/ কোথায় |
---|---|---|
1. | IPL 2021 এর পরবর্তী খেলা গুলো হতে চলেছে | UAE তে |
2. | BCCI এর প্রেসিডেন্ট | সৌরভ গাঙ্গুলী |
3. | NATO এর সম্পূর্ণ নাম | North Atlantic Treaty Organization |
4. | তিব্বতের রাজধানী | লাসা |
5. | Akansha পোর্টাল লঞ্চ করলো | কর্ণাটক সরকার |
6. | LEO এর সম্পূর্ণ নাম | Low Earth Orbit |
7. | World Digestive Health Day পালিত হয় | 29 মে |
8. | International Everest Day প্রথম পালিত হয় | 2008 সালে |
9. | One Web লঞ্চ করলো | 36 টি LEO স্যাটেলাইট |
10. | Tsang Yin Hung এর সবচেয়ে দ্রুত এভারেস্ট জয় করতে সময় লেগেছে | 25 ঘন্টা 50 মিনিট |
আরও পড়ুন: কারেন্ট Affairs পর্ব - 01
আরও পড়ুন: DFCCIL তথা Railway নিয়োগ 2021
আরও পড়ুন: Mock-Test পর্ব - 01
আরও পড়ুন: Mock-Test পর্ব - 02
আরও পড়ুন: Mock-Test পর্ব - 03
আমাদের এই কারেন্ট-Affairs প্রদানের উদ্দেশ্য:-
সকলের সুনির্দিষ্ট উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যই আমাদের মূল উদ্দেশ্য যেই কারনেই আমরা আমাদের এই website "Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতি" এর মাধ্যমে সকল ছাত্ৰ ছাত্রী যারা তাদের স্বপ্ন পূরণের লক্ষে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রতিনিয়ত Current Affairs, Job Updates, বিনামূল্যে Mock-Test (কুইজ) এর ব্যাবস্থা করা হয়েছে।
এখানে প্রতিদিন যেগুলো পাবেন:-
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সকল ছাত্ৰ ছাত্রীর জন্য কারেন্ট affairs তথা GK তথা Mock Test তথা চাকরির খবর ইত্যাদি তুলে ধরা হচ্ছে। যাতে তারা তাদের পড়াশুনার effectively চালিয়ে যেতে পারেন। এখানে আপনি প্রতিদিন যেগুলো পাবেন।
- প্রতিদিন Latest কারেন্ট Affairs
- চাকরির খবরাখবর
- General Knowledge
- Mock-Test (কুইজ)
ইত্যাদির আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে।