Current Affairs (10th অক্টোবর, 2021) পর্ব -04 |
Current Affairs, 10th অক্টোবর, 2021:-
নমস্কার বন্ধুরা,
আজ আমরা Current Affairs বা কারেন্ট এফেয়ার্স বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করতে চলেছি বা জানতে চলেছি, যা আমাদের বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা বা Competitive পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের সুনির্দিষ্ট উজ্জ্বল ভবিষ্যৎই আমাদের একমাত্র লক্ষ্য।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন/উত্তর, Daily Mock test বা কুইজ, current affairs, জেনারেল নলেজ এবং অন্যান্য পড়াশোনা বা Study বিষয়ক নিয়মিত update পেতে অবশ্যই আমাদের এই website তথা, Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতি follow করতে পারেন এবং আমদের Whatsapp ও Telegram গ্রুপে join করতে পারেন।
(i) "Vertical Lift Railway Sea Bridge" কোন রাজ্যে প্রস্তুত করা হয়েছে ?
(a) কেরালা
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) কোনোটিই নয়
Ans:- (b) তামিলনাড়ু
(ii) কোন দিনটি বিশ্ব তুলা দিবস হিসাবে পালিত হয়েছে ?
(a) 02 অক্টোবর
(b) 05 অক্টোবর
(c) 06 অক্টোবর
(d) 07 অক্টোবর
Ans:- (d) 07 অক্টোবর
(iii) "কবচ কুন্ডল" নামক মিশন চালু করেছে কোন রাজ্য ?
(a) হরিয়ানা
(b) রাজস্থান
(c) মহারাষ্ট্র
(d) কোনোটিই নয়
Ans:- (c) মহারাষ্ট্র
(iv) 2021 সালে কাকে, সাহিত্যের উপর নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে ?
(a) ডেভিড ম্যাকমিলন
(b) বেঞ্জামিন লিস্ট
(c) আব্দুলরাজাক গুরনাহ
(d) কোনোটিই নয়
Ans:- (c) আব্দুলরাজাক গুরনাহ
(v) "মিনারেল ওয়াটার প্যাকেজেড" নিষিদ্ধ করেছে কোন রাজ্য ?
(a) উত্তরাখন্ড
(b) মহারাষ্ট্র
(c) আসাম
(d) সিকিম
Ans:- (d) সিকিম
(vi) "Henley এর Passport Index" -এর ভিত্তিতে কোন দেশ শীর্ষে আছে ?
(a) দক্ষিণ কোরিয়া
(b) সিঙ্গাপুর
(c) জাপান
(d) Option (b) এবং (c) এই দুই দেশ
Ans:- (d) Option (b) এবং (c) এই দুই দেশ
(vii) এর মধ্যে কোন বিজ্ঞানীকে পদার্থ বিজ্ঞানের উপর ভিত্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
(a) ক্লিস হাসেলমান
(b) সুকুরো মানাবে
(c) বেঞ্জামিন লিস্ট
(d) Option (a) এবং (b)
Ans:- (d) Option (a) এবং (b)
(viii) কোন ভারতীয় আমেরিকান, প্রথম America Miss World হয়েছেন ?
(a) সুমন রাও
(b) শ্রী সাইনি
(c) হরনাজ সিন্ধু
(d) কোনোটিই নয়
Ans:- (b) শ্রী সাইনি
(ix) কোন রাজ্যে বাথকুম্মা উৎসব পালিত হয়েছে সম্প্রতি ?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) তামিলনাড়ু
(c) তেলেঙ্গানা
(d) কোনোটিই নয়
Ans:- (c) তেলেঙ্গানা
(x) তামিলনাড়ুর রাজধানীর নাম কি ?
(a) মুম্বাই
(b) তেলেঙ্গানা
(c) চেন্নাই
(d) কোনোটিই নয়
Ans:- (c) চেন্নাই