কারেন্ট Affairs পর্ব 01 - 29 মে, 2021


Current Affairs পর্ব - ০1:-

আজকের যেই বিষয়টি নিয়ে আলোচনা হতে চলেছে, সেটা হলো "29 মে, 2021 এর কারেন্ট affairs" এই বিষয়ের উপর ভিত্তি করে কাল কুইজটি বা mock-টেস্ট আয়োজন হবে। এরকম রেগুলার mock টেস্ট বা quiz খেলার জন্য আমাদের website টিকে অবশ্যই follow করুন। চাকরির খবরাখবর, Current Affairs, মক-টেস্ট বা কুইজ এর জন্য follow করুন আমাদের website: https://jobstudy39.blogspot.com



|| কারেন্ট Affairs পর্ব 01 || 29 মে, 2021 || Job Study 39 ||




No. গুরুত্বপূর্ণ তথ্য কে বা কারা
1. Smart Kitchen Scheme কেরালা সরকার
2. কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
3. কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান
4. ভারতের প্রথম মহিলা Flight test engineer Aashrita V Olety
5. Gurdian Ministry তে নিযুক্ত হলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা
6. Princess of Asturias Award 2021 পেয়েছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন
7. World Hunger Day পালন করা হয় 28 মে
8. International ENI Award পেলেন C. N. Rao (বিখ্যাত রসায়নবিদ)
9. সিরিয়ার চতুর্থবার রাষ্ট্রপতি হলেন Bashar Al Assad
10. Inteligence Beauro এর ডিরেক্টর অরবিন্দ কুমার






ইতিহাস কুইজ first পার্ট:-

আজকের এই কুইজে বিভিন্ন ধরণের বিদ্রোহের সাল তথা খ্রিস্টাব্দের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। যেমন, হুল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ, তরাইনের যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তাছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে এই আজকের কুইজ।






উদ্দেশ্যে বা কারণ:-

যে সমস্ত ছাত্র, ছাত্রীরা বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, PSC, SSC, পুলিশ, Bank, Railway প্রভৃতি পরীক্ষার জন্য preparation বা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিনামূল্যে mock test প্রদান করাই আমাদের লক্ষ্য। পরীক্ষার প্রস্তুতি চলাকালীন কেমন preparation হচ্ছে সেটা বিবেচনার উদ্দেশ্যে আমাদের এই Mock Test। যার মাধ্যমে সহজেই প্রস্তুতি সম্পর্কে জানা যেতে পারে। 

সমস্ত ছাত্র, ছাত্রী যারা তাদের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের আলোকিত ভবিষ্যতের উদ্দেশ্যে আমাদের এই Mock-টেস্ট

 

এরকম mock test প্রতিনিয়ত পেতে এখনই follow করুন আমাদের official website: https://jobstudy39.blogspot.com 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.