Mock-টেস্ট পর্ব-04 - রাজ্য ও রাজধানী

|| Mock-টেস্ট (Quiz) পর্ব - 04 || রাজ্য ও রাজধানী || Govt. Jobs পরীক্ষার প্রস্তুতি ||
Mock test - রাজ্য ও রাজধানী


Mock-টেস্ট (quiz) পর্ব - 04:-

সবাইকে আমাদের এই কুইজের চতুর্থ পর্বে স্বাগতম। আজ আমরা মূলত বিভিন্ন রাজ্য ও রাজধানীর উপর ভিত্তি করে কুইজ খেলতে চলেছি। কুইজের বাঁকি তিনটি পর্বের লিংক নীচে দেওয়া হয়েছে। আপনারা যারা কুইজে অংশগ্রহণ করেন নি তারা link এ ক্লিক করে অংশগ্রহণ করে নিতে পারেন। প্রতিদিন নিয়মিত কুইজ বা mock test, কারেন্ট affairs, চাকরির খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের  তথা সকল ছাত্র ছাত্রীর জন্য তৈরি এই website টিকে অবশ্যই follow করবেন: Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতি


কুইজে অংশগ্রহণ করার কিছু নিয়ম:-

  • কুইজে মূলত 10 টি প্রশ্ন থাকবে
  • প্রত্যেকটি প্রশ্নের মান 1
  • উত্তর দেওয়ার জন্য 15 সেকেন্ড করে সময় পাওয়া যাবে।
  • প্রশ্নের উত্তর দেওয়ার পর, next বোতাম এ click করতে হবে।
  • একদম last এ মোট প্রশ্ন, সঠিক উত্তর এবং সাথে % ও দেখা যাবে।
  • কুইজ খেলতে Start বোতামে click করুন



আরও পড়ুন: Mock-Test পর্ব - 01

আরও পড়ুন: Mock-Test পর্ব - 02

আরও পড়ুন: Mock-Test পর্ব - 03


আজকের যে প্রশ্নগুলি নিয়ে কুইজ তৈরি করা হয়েছে:-

1. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি ?
2. কেরালার রাজধানীর নাম কি ?
3. রাজস্থানের রাজধানীর নাম কি ?
4. ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
5. গোয়ার রাজধানীর নাম কি ?
6. উত্তর প্রদেশের রাজধানীর নাম কি ?
7. নাগাল্যান্ডের রাজধানীর নাম কি ?
8. মিজোরামের রাজধানীর নাম কি ?
9. আরুনাচল প্রদেশর রাজধানীর নাম কি ?
10. ত্রিপুরার রাজধানীর নাম কি ?





আরও পড়ুন: Mock-Test পর্ব - 01

আরও পড়ুন: Mock-Test পর্ব - 02

আরও পড়ুন: Mock-Test পর্ব - 03


আমাদের এই Mock-Test প্রদানের উদ্দেশ্য:-

সকলের সুনির্দিষ্ট উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যই আমাদের মূল উদ্দেশ্য যেই কারনেই আমরা আমাদের এই website "Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতি" এর মাধ্যমে সকল ছাত্ৰ ছাত্রী যারা তাদের স্বপ্ন পূরণের লক্ষে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রতিনিয়ত Current Affairs, Job Updates, বিনামূল্যে Mock-Test (কুইজ) এর ব্যাবস্থা করা হয়েছে।


এখানে প্রতিদিন যেগুলো পাবেন:-

আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সকল ছাত্ৰ ছাত্রীর জন্য কারেন্ট affairs তথা GK তথা Mock Test তথা চাকরির খবর ইত্যাদি তুলে ধরা হচ্ছে। যাতে তারা তাদের পড়াশুনার effectively চালিয়ে যেতে পারেন। এখানে আপনি প্রতিদিন যেগুলো পাবেন।
  • প্রতিদিন Latest কারেন্ট Affairs
  • চাকরির খবরাখবর
  • General Knowledge
  • Mock-Test (কুইজ)
ইত্যাদির আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে।






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.