History mock test- job study 39 |
আজকের যেই বিষয়টি নিয়ে কুইজ বা Mock টেস্ট হতে চলেছে, সেটা হলো "বিভিন্ন বিদ্রোহের খ্রিস্টাব্দ" ইতিহাসের এই বিষয়ের উপর ভিত্তি করেই আজ কুইজটি বা mock-টেস্ট আয়োজন হয়েছে। এরকম রেগুলার mock টেস্ট বা quiz খেলার জন্য আমাদের website টিকে অবশ্যই follow করুন। চাকরির খবরাখবর, Current Affairs, মক-টেস্ট বা কুইজ এর জন্য follow করুন আমাদের website: https://jobstudy39.blogspot.com
Mock-Test বা কুইজে অংশগ্রহণ করার নিয়ম:-
নিয়ম-1 প্রথমেই Start Now অপশনে Click করতে হবে, তবেই কুইজ start হয়ে যাবে।
নিয়ম-2 মোট 10 টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যিকটির মান 1 নাম্বার
নিয়ম-3 প্রত্যিকটি প্রশ্নের উত্তরে জন্য 15 সেকেন্ড সময় বরাদ্ধ
নিয়ম-4 কুইজ শেষ হলেই, সঠিক, ভুল, শতাংশ সব কিছুই দেখতে পাবে।
আরও পড়ুন: General Knowledge কুইজ পার্ট-1
ইতিহাস কুইজ first পার্ট:-
আজকের এই কুইজে বিভিন্ন ধরণের বিদ্রোহের সাল তথা খ্রিস্টাব্দের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। যেমন, হুল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ, তরাইনের যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তাছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে এই আজকের কুইজ।
কুইজ নেওয়ার উদ্দেশ্যে বা কারণ:-
যে সমস্ত ছাত্র, ছাত্রীরা বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, PSC, SSC, পুলিশ, Bank, Railway প্রভৃতি পরীক্ষার জন্য preparation বা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিনামূল্যে mock test প্রদান করাই আমাদের লক্ষ্য। পরীক্ষার প্রস্তুতি চলাকালীন কেমন preparation হচ্ছে সেটা বিবেচনার উদ্দেশ্যে আমাদের এই Mock Test। যার মাধ্যমে সহজেই প্রস্তুতি সম্পর্কে জানা যেতে পারে।
সমস্ত ছাত্র, ছাত্রী যারা তাদের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের আলোকিত ভবিষ্যতের উদ্দেশ্যে আমাদের এই Mock-টেস্ট
এরকম mock test প্রতিনিয়ত পেতে এখনই follow করুন আমাদের official website: https://jobstudy39.blogspot.com