বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


planets and moons important question answer
বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্তর



গ্রহ ও উপগ্রহের গুরুত্বপূর্ণ পর্ব:-


নমস্কার বন্ধুরা, 
তোমাদের সবাইকে আমাদের এই ওয়েবসাইট Govt. Jobs -পরীক্ষার প্রস্তুতি তে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো বিভিন্ন "গ্রহ ও উপগ্রহের" বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। যে সকল প্রশ্ন ও উত্তর বিভিন্ন competitive পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক।



গ্রহ ও উপগ্রহের প্রশ্ন ও উত্তর:-


1. সূর্যের নিকটবর্তী গ্রহের নাম কি ?

সঠিক উত্তরঃ সূর্যের নিকটবর্তী গ্রহ বুধ কে বলা হয়ে থাকে।


2. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?

সঠিক উত্তরঃ পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র


3. বেশি ঘনত্ব যুক্ত গ্রহ কোনটি ?

সঠিক উত্তরঃ বেশি ঘনত্ব যুক্ত গ্রহ হলো পৃথিবী




4. বৃহত্তম গ্রহের নাম কি ?

সঠিক উত্তরঃ বৃহত্তম গ্রহের নাম হল বৃহস্পতি


5. শীতলতম গ্রহের নাম কি ?

সঠিক উত্তরঃ শীতলতম গ্রহের নাম হলো নেপচুন




6. নীলগ্রহ বলতে কোন গ্রহকে বোঝানো হয় ?

সঠিক উত্তরঃ নীলগ্রহ বলতে পৃথিবীকে বোঝানো হয়


7. সূর্যের দূরবর্তী গ্রহের নাম কি ?

সঠিক উত্তরঃ সূর্যের দূরবর্তী গ্রহের নাম নেপচুন


8. লালগ্রহ বলতে কোন গ্রহকে বোঝানো হয় ?

সঠিক উত্তরঃ লালগ্রহ বলতে মঙ্গল গ্রহকে বোঝানো হয়


9. দ্রুত আবর্তন করে কোন গ্রহ ?

সঠিক উত্তরঃ দ্রুত আবর্তন করে বুধ


10. ধীরে আবর্তন করে কোন গ্রহ ?

সঠিক উত্তরঃ ধীরে আবর্তন করে নেপচুন





📒 আমাদের Telegram চ্যানেলে যুক্ত হন 
📒 আমাদের Whatsapp চ্যানেলে যুক্ত হন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.